ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ছয় মাসের জন্য নেই সাব্বির রহমান। শৃংখলা ভেঙ্গে বেশ বিপাকেই আছেন তিনি। তারই পথ ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ‘আইকন’ ক্রিকেটারের তালিকা থেকে বাদ পড়েছেন এই ক্রিকেটার। অফ ফর্মের কারণে নেই সৌম্য সরকারও। এই দুই জায়গায় আইকন হলেন- মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস।
তামিম ইকবালকে ধরে রাখছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এ কারণেই নতুন দলে নাম লেখাবেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। একই দলে দু’জন আইকন খেলতে না পারায় বিপাকে আছে রাজশাহী কিংস। তাদের লে আইকন মুস্তাফিজ ও মুশফিকুর রহীম। শোনা যাচ্ছে- রাজশাহী কিংস মুশফিকের বদলে মুস্তাফিজকেই ‘আইকন’ হিসেবে বেছে নিয়েছে। মুশফিক নাম লেখাতে পারেন সিলেটে।
এদিকে আইকন ক্যাটাগরি থেকে মাশরাফি বিন মর্তুজাকে রংপুর রাইডার্স, সাকিব আল হাসান ঢাকা ডায়নামাইটস ও মাহমুদউল্লাহ রিয়াদ খুলনা টাইটানস, তামিম ইকবালকে কুমিল্লা ভিক্টোরিয়ানস আর মুস্তাফিজ রাজশাহী কিংস রেখে দিয়েছে।
ষষ্ঠ আসরে চিটাগং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি পাল্টাতে পারে। তারা এরইমধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিলকে নিজেকের ইচ্ছের কথা জানিয়ে দিয়েছে। ২৫ অক্টোবর হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।
Discussion about this post