অবশেষে জানা গেল-বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দায়িত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইএমজি। বিসিবির দেওয়া বিজ্ঞপ্তিতে সাড়া দিয়েছিল সাতটি প্রতিষ্ঠান। ভারতের রিয়াল ইমপ্যাক্ট থেকে শুরু করে পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস, বাংলাদেশের আইপিজি গ্রুপ-সবাই চেয়েছিল জনপ্রিয় এই টুর্নামেন্ট পরিচালনার দায়িত্ব। শেষ পর্যন্ত সবার ভিড় ঠেলে আইএমজিই পেল কাঙ্ক্ষিত দায়িত্ব।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু কয়েক দিন আগে জানিয়েছিলেন, আলোচনার জন্য সময় লাগবে। সেই আলোচনার ফল মিলেছে সোমবারের বোর্ড সভায়।
আগামী বছরের শুরুতেই মাঠে গড়াতে পারে বিপিএল। তবে জাতীয় নির্বাচনের কারণে সময়সূচি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে।
বিপিএল শুরু থেকেই নানা বিতর্ক, অনিয়ম ও অগোছালো ব্যবস্থাপনার কারণে সমালোচনার মুখে পড়েছে। এবার বিদেশি প্রতিষ্ঠানের হাতে আয়োজনের দায়িত্ব দিয়ে বিসিবি হয়তো সেই সমালোচনা থেকে মুক্তি খুঁজছে। প্রথমে মোট সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকে তিনটি। তাদের মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে আইএমজিকে।
এখন প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক মানের এই প্রতিষ্ঠান কি পারবে বিপিএলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে? নাকি নির্বাচনী অনিশ্চয়তা ও স্থানীয় চ্যালেঞ্জের কারণে আবারও বিপিএলকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো কঠিন হবে?
Discussion about this post