শুধু আন্তর্জাতিকই নয়, সব ধরনের ক্রিকেটকেই গুডবাই বলবেন আশিষ নেহরা। বয়সটাও তো কম হয়নি। ৩৮ পেরিয়ে একজন পেসারের টিকে থাকাটে কঠিনই হয়। এবার ক্রিকেটকে বিদায় বলছেন ভারতের এই অভিজ্ঞ ক্রিকেটার। আগামী ১ নভেম্বর নিজের ঘরের মাঠ দিল্লির ফিরোজ শাহ কোটলায় নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি নিয়ে অবসর নেবেন তিনি।
ক্যারিয়ারের ১২ বার অস্ত্রোপচারের পরও টিকে থাকা নেহরা নতুনদের কাছে অনুপ্রেরণার উৎস।
১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু। ওয়ানডে ক্রিকেটে অভিষেক ২০০১ সালে। ২০১১ বিশ্বকাপের সেমি-ফাইনালই নেহরার শেষ ওয়ানডে। টেস্ট ক্যারিয়ারে শেষ ম্যাচ খেলেছেন ২০০৪ সালে। যদিও আইপিএলে দুর্দান্ত খেলে ৫ বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ২০১৬ সালে। সেটা অবশ্য টি-টুয়েন্টিতে।
ক্যারিয়ারে ১৭টি টেস্ট, ১২০টি একদিনের ম্যাচ এবং ২৬টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন নেহরা। টেস্টে ৩৪, একদিনের ম্যাচে ১৫৭ ও টি-টুয়েন্টিতে ৩৪টি উইকেট নিয়েছেন এই পেসার। ২০০৩ বিশ্বকাপে ডারবানে এই বাঁহাতি ইংল্যান্ডের বিপক্ষে ২৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন। এটি বিশ্বকাপে ভারতের সেরা বোলিংয়ের রেকর্ড।
ক্যারিয়ার-
টেস্ট- ১৭ ম্যাচে ৪৪ উইকেট (সর্বোচ্চ রেকর্ড- ৪/৭২)
ওয়ানডে- ১২০ ম্যাচে ১৫৭ উইকেট (সর্বোচ্চ রেকর্ড- ৬/২৩)
টি-টুয়েন্টি- ২৬ ম্যাচে ৩৪ উইকেট (সর্বোচ্চ রেকর্ড- ৩/১৯)
Discussion about this post