বেচারা শচীন টেন্ডুলকার! ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে কতো ধরনের অভিজ্ঞতাই না হচ্ছে! এই ক্রিকেট কিংবদন্তি অবসর নিয়ে কিছুই বলছেন না। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ঘরের মাঠে ক্যারিয়ারে ২০০তম টেস্ট খেলার পরই ব্যাটিং লিজেন্ড শচীন টেন্ডুলকারকে অবসর নেওয়ার প্রস্তাব দেবে। যদিও কিছুদিন আগে শচীন বলেছিলেন, ওই মাইলফলক গড়ার পরও তার অবসর নেওয়ার কোনো ইচ্ছে নেই। কিন্তু বিসিসিআই ঠিক করে ফেলেছে, ভারতীয় ব্যাটিং গ্রেটকে এরপরই অবসরের কথা বলবেন তারা। কারণ দলে নতুন ক্রিকেটার নিতে চাইছেন তারা। ইতোমধ্যেই একাধিক তরুণ ব্যাটসম্যান সুযোগ পেয়ে পারফরম্যান্স করে যাচ্ছেন। শচীনের কাছে কে এ প্রস্তাব নিয়ে যাবেন সেটাই এখন ঠিক করা চলছে। প্রথমে বলা হয়েছিল নির্বাচক কমিটির তরফ থেকে প্রধান নির্বাচক সন্দীপ পাতিল এ বার্তা নিয়ে শচীনের কাছে যাবেন। কিন্তু সেটা হচ্ছে না। তাই এখন বোর্ড মনোনীত একটি প্রতিনিধি দল শচীনের সঙ্গে দেখা করে এ বার্তা দেবে।
আসলে সবাই একমত-শচীন তার সেরা সময় পেরিয়ে এসেছেন। ঘরের মাঠে তিনি এখন মন্টি পানেসারের মতো বোলারকেও সামলাতে পারেন না। অস্ট্রেলিয়া সিরিজে তার ব্যাটিং আরও ফিকে হয়ে গেছে। গত ২২ টেস্টে শচীন একটি সেঞ্চুরি করতে পারেননি। গত ১২ টেস্টে তার মাত্র দুটি হাফসেঞ্চুরি। তার মতো ব্যাটসম্যানের শূন্যতা যদিও পূরণ করা সম্ভব নয়, কিন্তু বোর্ড এখন কালের স্রোতেই সামনের দিকে দৃষ্টি দিতে চাইছে। এদিকে বিসিসিআইয়ের আরেকটি সূত্র জানিয়েছে, শচীন তার ক্যারিয়ারে ২০০ টেস্টের মাইলফলকটা মুম্বাইয়ে ঘরের মাঠ ওয়াংখেড়েই করতে চান। আর এটাই স্বাভাবিক। ৩ অক্টোবর বিসিসিআই ভেন্যুর নাম চূড়ান্ত করবে। ভারতে দুটি টেস্ট খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৮ টেস্ট খেলা শচীন এ সিরিজেই প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ টেস্ট খেলার রেকর্ড গড়বেন।
রেকর্ডের বরপুত্র এবার কি করেন কে জানে?
Discussion about this post