ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) শুক্রবার একদিনেই দেখা মিলল তিন শতরান। এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান ও মেহেদি হাসানের সেঞ্চুরিতে দাপট দেখাচ্ছে দক্ষিণাঞ্চল। বিসিএলের দ্বিতীয় রাউন্ডে কক্সবাজারে প্রথম দিন শেষে পূর্বাঞ্চলের বিপক্ষে দক্ষিণাঞ্চলের রান ৬ উইকেটে ৪৪৩।
সোহান ২২০ বলে ১৯ চার ও ৩ ছক্কায় অপরাজিত ১৫৫ রানে। ৯ রান নিয়ে তার সঙ্গে ফরহাদ রেজা।
ছুটির দিনে এনামুল ১৫৫ বলে ১৪ চার ও ৪ ছক্কায় তুলেন ১২৯ রান। মেহেদি ৮৫ বলে করেছেন ১১২ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। এই সংস্করণে সবশেষ গত নভেম্বরে জাতীয় লিগে খেলেন মেহেদি। খুলনার হয়ে রংপুরের বিপক্ষে দুই ইনিংসে করেন ১১৯ ও ৫৬।
শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভাল ছিল না দক্ষিণাঞ্চলের। দ্বিতীয় ওভারে শাহরিয়ার নাফিসকে কট বিহাইন্ড করেন রেজাউর। এরপর ফিরেন প্রথম রাউন্ডের দুই সেঞ্চুরিয়ান ফজলে রাব্বি মাহমুদ ও শামসুর রহমান।
তারপরই প্রতিরোধ গড়ে দল। চতুর্থ উইকেটে আল-আমিনকে সঙ্গে নিয়ে লড়াই করেন এনামুল। পঞ্চম উইকেট জুটিতে নুরুল শুরুতে দেখে খেললেও পরে ভয়ঙ্কর হয়ে উঠেন। এনামুল ফিফটি পূরণ করেন ৭১ বলে। পরের ৬২ বলে করেন শতক। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি এই ব্যাটসম্যানের ২১তম সেঞ্চুরি।
সোহান-এনামুল গড়েন ১৯০ রানের জুটি। নবম সেঞ্চুরি করতে সোহান খেলেন ১৪৯ বল। মেহেদি ৪৩ বলে স্পর্শ করেন পঞ্চাশ। পরের ফিফটি করতে খেলেন ৩২ বল। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৮৭ ওভারে ৪৪৩/৬ (শাহরিয়ার ১, এনামুল ১২৯, ফজলে মাহমুদ ১২, শামসুর ০, আল-আমিন ১৮, নুরুল ১৫৫*, মেহেদি ১১২, ফরহাদ ৯*; হাসান ২১-১-৭৩-১, রেজাউর ১৩-২-৭৯-৩, নোমান ১১-১-৫৫-০, সাকলাইন ২১-৩-১১৯-১, আফিফ ২-০-১৪-০, আশরাফুল ১২-১-৫৮-০, নাসির ৭-০-৪২-০)।
Discussion about this post