নিরাপত্তা শঙ্কার কবর দিয়ে শেষ পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বেশ নির্বিঘ্নেই হল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল। দুবাই থেকে এই টুর্নামেন্ট পাকিস্তানে ফিরিয়ে এনে অনেক সমালোচনাই শুনতে হয় পাকিস্তান ক্রিকেট কর্তাদের। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অটল ছিলেন তারা। বেশ কয়েকজন বিদেশী ক্রিকেটার না বললেও ম্যাচটা ঠিকই হল রোববার রাতে।
যেখানে খেললেন বাংলাদেশের এনামুল হক বিজয়। তবে পারেনি কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
তাদের ৫৮ রানে হারিয়ে পিএসএলের দ্বিতীয় আসরের শিরোপা জিতেছে ড্যারেন স্যামির পেশাওয়ার জালমি। এই দলেই খেলেছেন সাকিব-তামিম। জাতীয় দলের সঙ্গে যোগ দেয়ায় ম্যাচটা মিস করেছেন দু’জন।
ম্যাচে কোয়েটার তিন নম্বরে নেমে ৯ বলে মাত্র ৩ রান করতে করেছেন এনামুল। যদিও বলা হচ্ছে অংশ নিয়েই তিনি পেয়েছেন প্রায় অর্ধকোটি টাকা!
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পেশোয়ার নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১৪৮ রান। ৪০ রান করেন কামরান আকমল। ডেভিড মালান করেন ১৭। ড্যারেন স্যামি অপরাজিত ২৮ রান।
জবাবে এনামুল হক বিজয়দের দল কোয়েটা ১৬.৩ ওভারে মাত্র ৯০ রানে অলআউট! সরফরাজ আহমেদ ২২ রান। ২৪ ক্রেইগ আরভিন। ২০ রান আসে আনোয়ার আলির ব্যাট থেকে। ৪ ওভারে ১৬ রান দিয়ে তিন উইকেট তুলে নেন মোহাম্মদ আসগার।
Discussion about this post