নতুন আরেক মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান। আর মাত্র ৭১ রান চাই। এরপরই পা রাখবেন টেস্ট তিন হাজার রান ক্লাবে। অবশ্য টেস্ট ক্রিকেটে এই ল্যান্ডমার্ক খুব বড় কিছু নয়। কিন্তু বাংলাদেশ তো টেস্টই খেলার সুযোগ পায় না। তেমন এক দলের ক্রিকেটার যখন তিন হাজারি ক্লাবে পা রাখেন, সেটা অবশ্যই বড় খবর।
ইতিহাস জানাচ্ছে- বাংলাদেশের হয়ে টেস্টে ৩ হাজার রান করেছেন মাত্র দুজন। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং জাতীয় দলের বর্তমান ওপেনার তামিম ইকবাল। এবার তাদের সঙ্গী হতে যাচ্ছেন সাকিব। যিনি ৪৪ টেস্টে ২৯২৯ রান করেছেন।
বৃহস্পতিবার ওয়েলিংটনে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেই সেই লক্ষ্য পূরণ হয়ে যেতে পারে।
৪৪ টেস্টের ক্যারিয়ারে ৮২ ইনিংসে ২,৯২৯ রান করেছেন সাকিব। গড় ৩৯.০৫। আছে ৩টি সেঞ্চুরি ও ১৯টি হাফসেঞ্চুরি।
বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিক তামিম। তিনি করেছেন- ৩৩৪৯ রান। এরপরই হাবিবুল বাশার, ৩০২৬ রান। এর অর্থ বাশারকে ছাড়িয়ে যাওয়ার হাতছানিও থাকছে সাকিবের সামনে।এদিকে মুশফিকুর রহীমের ২৫০ রান করতে পারলে তিনহাজারি ক্লাবে পা রাখবেন।
Discussion about this post