মাশরাফি বিন মতুর্জাকে ছাড়াই আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচটি খেলতে হল বাংলাদেশ ক্রিকেট দলকে। এদিন নেতৃত্ব দিলেন সাকিব আল হাসান। শুক্রবারের এই ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে দেশের জার্সিতে অধিনায়ক হিসেবে হাফসেঞ্চুরি ম্যাচ হয়ে গেল বিশ্বসেরা এ অলরাউন্ডারের।
সাকিবের আগে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে ৫০ ম্যাচ অধিনায়কত্ব করেছেন হাবিবুল বাশার সুমন। মোট ৬৯ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন তিনি।
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফি বিন মুর্তজার হঠাৎ ইনজুরিতে অধিনায়কত্বের পথচলা শুরু হয় সাকিবের। তারপর দ্বায়িত্ব বুঝে পান। যদিও পরে মাশরাফি ফিট হলে সেই দ্বায়িত্ব ছাড়তে হয় তাকে।
ওয়ানডেতে বাংলাদেশকে ৪০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। এরপরই মোহাম্মদ আশরাফুল। ৩৮টি ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি। মুশফিকুর রহীম নেতৃত্ব দিয়েছেন ৩৭টি ওয়ানডে ম্যাচে।
সফলতায় সবারচেয়ে এগিয়ে মাশরাফি। ৪০ ম্যাচের মধ্যে ২৪টিতে জিতেছে টাইগাররা।
Discussion about this post