১২ বছরের প্রতীক্ষা শেষ! অবশেষে আবারো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাস। যারা টিকিটাকা’র মৃত্যু ঘোষণা করেছিলেন তাদের বুড়ো আঙুল দেখিয়ে প্রস্তুত বার্সেলোনা। ২০১১ সালের পর ফের ট্রফির খুব কাছে কাতালানরা। বার্লিনে ইউরোপসেরার মঞ্চ তৈরি। শনিবার ৬ জুন-স্বপ্ন একটাই- ট্রফি জয়।
এই লড়াইয়ে বিশ্লেষকরা অবশ্য এগিয়ে রাখছেন মেসি-নেইমারদের। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের স্বপ্ন মাড়িয়ে ফাইনালে উঠে আসে বার্সেলোনা। তুরিনোর ওল্ড লেডির চেয়ে তাদের অর্জনটাও বেশি। চ্যাম্পিয়ন্স লিগে চারবারের চ্যাম্পিয়ন বার্সা। সবমিলিয়ে ৭বারের ফাইনালিস্ট।
অন্যপ্রান্তে জুভেন্টাসও অষ্ঠমবারের মতো খেলতে যাচ্ছে ফাইনালে। কিন্তু আগের ৭বারের ৫বারই হেরেছে ইতালিয়ান জায়ান্টরা। সর্বশেষ ট্রফি পেয়েছে সেই ১৯৯৬ সালে।
এমনিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে স্প্যানিশ আর ইউরোপিয়ান ক্লাবের লড়াই নতুন কোন ঘঠনা নয়। এর আগে ৭ বার শিরোপা লড়াইয়ে দেখা গেছে তাদের। কিন্তু এবারই প্রথম ফাইনালে লড়বে বার্সেলোনা-জুভেন্টাস। সেই লড়াইয়ের আগে মেসিকে চ্যালেঞ্জ জানিয়ে রাখছেন তারই স্বদেশী কার্লোস তেভেজ।
রিয়াল মাদ্রিদের পর এবার বার্সেলোনা বধ, এমন স্বপ্নে বিভোর তুরিনোর দর্শকরা। কিন্তু এটা নিশ্চয়ই তাদের জানা আছে-বার্সা শেষ তিন ফাইনালে শিরোপা ছাড়া ফেরেনি!
Discussion about this post