ক্লাব ফুটবলের সেরা রোমাঞ্চ ‘এল ক্লাসিকো’তে এবার জিতল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে চিরপ্রতিদ্ধন্দী বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে তারা জিতে নিয়েছে কোপা দেল রে’র শিরোপা। এটি এই টুর্নামেন্টে রিয়ালের ১৯তম ট্রফি।
ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক ডি মারিয়া এবং গ্যারাথ বেল। বার্সার হয়ে একমাত্র গোলটি করেন মার্ক বারত্রা।
ইনজুরি আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই এদিন খেলতে নেমেছিল রিয়াল। তাতে কোন সমস্যা হল না। এ মৌসুমে আগের দুই হারের প্রতিশোধটা নিয়ে ফেলল সান্টিয়াগো বার্নাবু্র এই ক্লাব। অন্যদিকে লিওনেল মেসি এবার ত্রাস হয়ে উঠতে পারেন নি।
স্প্যানিশ ফুটবলে এ মৌসুমের প্র্রথম শিরোপা জিতে এবার ট্রেবল জয়ের কথা ভাবছে রিয়াল। সামনেই স্প্যানিশ প্রিমেরা লিগা এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি।
http://youtu.be/Is27uUUwg9c
http://youtu.be/0qS-OFRYP0Q




















Discussion about this post