আসছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএলে) নতুন দলে দেখা যাবে না সাকিব আল হাসানকে। বৃহস্পতিবার নিলাম শেষে জানা গেল ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট দ্বিতীয় আসরেও বার্বাডোজ ট্রাইডেন্টসে খেলবেন সাকিব আল হাসান। তবে নিলামে থাকা বাংলাদেশের আরেক ক্রিকেটার তামিম ইকবালকে কিনেনি কোন দলই। গতবার সেন্ট লুসিয়া জুকসের হয়ে খেলেন এই ব্যাটসম্যান।
অবিক্রিত থেকে গেছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি এবং শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশান।
সুচী অনুযায়ী আগামী ৫ জুলাই শুরু হবে সিপিএলের শুরু হবে।
http://youtu.be/6I2fonsKr1s









Discussion about this post