দুঃসময় পেছনে ফেলে তিনি রয়েছেন সেরা ছন্দে। এশিয়া কাপ দলে সংগতভাবেই আছেন। সামনে ওয়ানডে বিশ্বকাপ দলেও তার থাকা নিশ্চিত। ঠিক এমন সময়ে আরও একটা সুখবর পেলেন নাজমুল হোসেন শান্ত। এশিয়া কাপ মিশনে যাওয়ার আগে ঘর থেকে এলো সুখবর। বাবা হতে যাচ্ছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।
নাজমুল হোসেন শান্ত ও তার স্ত্রী সাবরিন সুলতানা রত্না-দুজনের বাড়িই রাজশাহীতে। করোনার কঠিন সময়ে বিয়ে হয়েছিল তাদের। ২০২০ সালের ১১ জুলাই ছোট পরিসরেই বিয়ের আনুষ্ঠানিকতা হয়। তখন অবশ্য দুঃসময় ছিল শান্তর। তাকে নিয়ে যখন দর্শক-সমর্থকরা সমালোচনা করেছেন, ফেসবুকে ট্রল করেছেন। এমন সময়ে স্ত্রীর অনেক সমর্থন পেয়েছেন ২৪ বছর বয়সী ক্রিকেটার। এখন অবশ্য ফর্মে ফিরে প্রশংসায় ভাসছেন শান্ত। তখনই তিনি স্ত্রীর এই অবদান কথা জানিয়েছেন গণমাধ্যমে।
গেল বছর অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে রানে ফেরেন শান্ত। তারপর অসাধারণ ব্যাটিং করছেন প্রায় প্রতিটি সিরিজেই। সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের সেরা খেলোয়াড় হন।
প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন শান্ত। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে শান্তর স্ত্রীর বেবি শাওয়ারের কিছু ছবি ভেসে বেড়াতে দেখা গেল। ছবিতে শান্ত-রত্না জুটির পাশাপাশি দেখা যায় জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটারের স্ত্রীকে। যার মধ্যে ছিলেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেনের স্ত্রীরা।
২০২০ সালের ১১ জুলাই সংসার শুরু করেন নাজমুল হোসেন শান্ত-সাবরিন রত্না। শান্তর সঙ্গে আগে থেকে পরিচিত রত্না তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের ৩য় বর্ষের ছাত্রী ছিলেন।
Discussion about this post