একদিন আগেই জানা গিয়েছিল, জাতীয় দলের এই তারকা ক্রিকেটারের বাবা মাহবুব হামিদ ও মা রহিম খাতুন করোনা আক্রান্ত। এমন খবর পেয়েই দ্রুত জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছেন মুশফিক। তার বাবা-মার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় ওয়ানডে আর টি-টুয়েন্টি রেখেই হারারেেথেকে ফিরে আসলেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছেন মুশফিক। কঠিন সময়ে বাবা-মা’র পাশে থাকার জন্য জিম্বাবুয়ে থেকে ঢাকায় চলে এসেছেন জাতীয় দলের এই তারকা। বাবা মাহবুব হাবিব ও মা রহিম খাতুন দুজনই করোনাভাইরাসের উপসর্গ নিয়ে উন্নততর চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার ডাক্তাররা নিশ্চিত হয়েছেন দুজনই করোনা আক্রান্ত। এখন চিকিৎসা চলছে তাদের। এ অবস্থায় মুশফিকের রহিমের পাশেই আছে টিম ম্যানেজম্যান্ট। কারণ সবার আগে পরিবার। এ অবস্থায় দেশে ফিরে সবকিছু দেখেই সিদ্ধান্ত নেবেন মুশি। এটা নিশ্চিত জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না তার। ১৬, ১৮ ও ২০ জুলাইয়ের ওয়ানডে ম্যাচে মুশফিককে পাচ্ছেন না তামিম ইকবালরা। মিস করতে পারেন টি-টুয়েন্টি সিরিজও।
তবে এখন সবার আগে বাবা-মা। তাদের নিয়েই এখন যতো চিন্তা মুশফিকের। এ অবস্থায় খেলা চালিয়ে যাওয়ার মেজাজে নেই তিনি।
Discussion about this post