অনেকটা বিনামেঘে বজ্রপাতের মতো ছিল ব্যাপারটা। তিনি প্রস্তুত হচ্ছিলেন টি-টুয়েন্টি সিরিজের জন্যও। যদিও জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে এই ফরম্যাট থেকে ছুটির নিয়েছিলেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়রি বিপক্ষে সিরিজে বায়ো-বাবলে থাকার জন্যৗই থেকে যাওয়ার পরিকল্পনা করেন মুশফিকুর রহিম। কিন্তু বাবা-মা করোনা আক্রান্ত এই খবরে চটজলদি দেশে ফেরেন তিনি।
ভক্তরাও মুশফিকের বাবা-মার জন্য ছিলেন চিন্তিত। ঈদের দিনে বুধবার শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাবা-মাকে নিয়েও সখেবর দিলেন মুশফিক। জানালেন তারা সেরে উঠছেন।
মুশফিক জানালেন করোনাভাইরাসে আক্রান্ত বাবা-মা ভাল আছেন। বাবা-মায়ের শারীরিক অবস্থার সর্বশেষ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে মুশফিক লিখেছেন, ‘জানাতে চাই, আল্লাহ্র রহমতে আমার বাবা-মা সুস্থতার পথেই রয়েছেন। যারা আমার বাবা-মায়ের খোঁজখবর নিয়েছেন, তাদের জন্য দোয়া করেছেন, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমাদের জন্য দোয়া করবেন, ঈদ মোবারক।’
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দিলেন মুশফিক। তিনি লিখেছেন, ‘আপনাদের সবাইকে ঈদ মোবারক। সবার জন্য আনন্দময় একটি ঈদের দোয়া করছি। দয়া করে সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আমাদের দেশ এখনও মহামারির সঙ্গে লড়ছে। আমাদের আশপাশের অসহায়-বঞ্চিত মানুষদের প্রতি দয়াশীল হোন আর ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন।’
মুশফিককে ছাড়াই ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। একদিন আগেই যেখানে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে তামিম ইকবালের দল। এবার টি-টুয়েন্টিতেও তাকে পাচ্ছে না দল।
Discussion about this post