ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
‘ওর (মায়ান) অনেক দিনের স্বপ্ন সত্যি হলো!’
-সন্তানকে নিয়ে বৃষ্টি ভেজা ছবি দিয়ে মুশফিকুর রহিম ইংরেজিতে যা লিখলেন তার অর্থটা এমনই।
ঠিক তাই, প্রথম বৃষ্টির ছোঁয়া বলে কথা। মুশফিকের শিশুপুত্র মায়ান প্রথমবারের মতো ভিজল বর্ষার নরোম বৃষ্টিতে। ইচ্ছে যেন পূর্ণ হলো ছোট্ট শিশুটির।
করোনার কারণে এখন ঘরেই প্রায় পুরোটা সময় কাটে মুশফিকের। মাঠে খেলা নেই। নেটে অনুশীলন নেই। সময়টা স্ত্রী আর সন্তানকেই দিচ্ছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। এরমধ্যে বর্ষার বৃষ্টিতে ভেজার আবদার করছিল ছেলে। এবার সেই ইচ্ছে পূরণ করলেন বাবা।
রাজধানীর বনানীর বাসার ছাদে হালকা বৃষ্টির মধ্যে ছেলে মায়ানকে নিয়ে গেলেন মুশি। সঙ্গে থাকল ছাড়া। যেন বৃষ্টিতে পুরোপুরি ভিজে জ্বর না এসে যায়। মায়ান বৃষ্টির ফোঁটায় খুঁজে নিয়েছে মুগ্ধতা। হাটি হাটি পা তে ঘুরে বেড়াল ছাদে।
এরপর ফেসবুক ও ইনস্টাগ্রামে মুশফিক সেই আনন্দঘন সময়ের ছবি তুলে দিলেন। যা মনে ধরল ভক্তদের। ছেলের আবদার পূরণ করে দারুণ খুশি বাবা!
Discussion about this post