বাবার পথেই নাকি হাঁটতে ভালবাসেন ছেলে। তবে ক্রিকেটাঙ্গনে এমন দৃশ্য ইদানিং বিরল। ক্রিকেটারের সন্তান ক্রিকেটার হয়ে উঠেন না তেমন একটা। তারওপর তারকা ক্রিকেটারের সন্তানরা তো দক্ষতাতেও পিছিয়ে পড়েন। তবে বাবার মতোই দাপটে পথ চলতে শুরু করেছেন আজম খান। এই নামটা অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই অপরিচিত। তবে তার বাবার নামটা বললে চিনে যাবে সবাই। আজম পাকিস্তানি সাবেক ক্রিকেটার মঈন খানের ছেলে!
এই আজমের ব্যাট থেকেই এসেছে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম শতরান। ৯ চার ও ৮ ছক্কায় যেভাবে মাঠ মাতিয়ে তিনি বাবা মঈন খানকে মনে করিয়ে দিলেন। তার উইকেটরক্ষক বাবাও ছিলেন এমন মারকুটে।
বিপিএলে খুলনা টাইগার্সের জার্সিতে খেলছেন তিনি। প্রথম ম্যাচে ১৮ রানে থামলেও দ্বিতীয়টিতে করলেন ১০৯ রান। ডানহাতি ব্যাটার জানালেন, বাংলাদেশে পা রাখার আগেই এখানকার কন্ডিশন উইকেট সম্পর্কে জেনে এসেছেন। বলেন, ‘বাবার সঙ্গে আমি ভালো আলোচনা করেছিলাম। তাকে বলেছিলাম, আমাকে বিপিএলের দল চুক্তি করিয়েছে। তিনি আমাকে বলেন- ক্রিজে লম্বা সময় কাটানোর চেষ্টা করতে হবে। ওখানের উইকেট একটু কঠিন। বিশেষ করে ঢাকার। তেমন উইকেটই পেয়েছি।’
আজমের ক্যারিয়ারের সর্বোচ্চ রান আগেরটি ছিল ৮৮। প্রথম সেঞ্চুরি মিলল এবার। বলছিলেন, ‘এটা আমার জন্য অনেক বড় অর্জন। আমি এখন বিশ্বজুড়ে খেলছি। বড় তারকাদের দেখা পাওয়ার অভিজ্ঞতা অর্জন করতে পারেন। বিপিএলে প্রথমবার খেলতে এসে সেঞ্চুরি পেয়েছি। তাতে অবশ্যই বেশ খুশি।’
বাবার কাছেই ক্রিকেটের হাতেখড়ি। আজম বলেন, ‘আমরা টেকনিক নিয়ে কোনো আলোচনা করি না। আমরা ট্যাকটিকস নিয়ে কথা বলি। সেটাই মূল বিষয়। আমার মতে ক্রিকেটে টেকনিকের কোনো ভূমিকা নেই। সাম্প্রতিক সময়ে আপনি যেসব তরুণের খেলা দেখবেন তারা অপ্রচলিত শট খেলছে। সেটাই ক্রিকেটে খুব খাটে। টি-টোয়েন্টিতে সাফল্যের জন্য আপনাকে অপ্রচলিত শট খেলার চেষ্টা করতে হবে। আপনাকে সব সতেজ থাকতে হবে। আমি সেই শটগুলোই রপ্ত করছি।’
Discussion about this post