আরও এক তারকার পতন! এবার চলে গেলেন ডিস্কো সঙ্গীতকে জনপ্রিয় করে তোলার অগ্রপথিক বাপ্পি লাহিড়ী। মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে এই সংগীত পরিচালকের মৃত্যু হয়েছে। ৬৯ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
গত শতাব্দীর ৮০ ও ৯০-এর দশকের ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ তিনি। গায়ক একইসঙ্গে সুরকার। অনেক শারীরিক জটিলতা নিয়ে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু ফেরা হলো না। থেমে গেলেন চিরতরে। তার মৃত্যুতে শোকাহত ক্রিকেটাঙ্গনও। বাঙালি এই কিংবদন্তির জন্য শ্রদ্ধাঞ্জলী শচীন টেন্ডুলকারদের।
কিংবদন্তি শচীন টুইটারে লিখেছেন, ‘সত্যিই বাপ্পি দার গান উপভোগ করতাম, বিশেষ করে ‘ইয়াদ আ রাহা হ্যায়’- ড্রেসিংরুমে অনেকবার শুনতাম। তার প্রতিভার পরিসীমা সত্যিই চমৎকার।’
আরেক মহাতারকা কোহলি সোশাল মিডিয়ায় লিখলেন, ‘ভারতীয় সঙ্গীত শিল্পের একজন আইকন। বাপ্পি লাহিড়ী আপনার অভাব অনেক বোধ করব। শান্তিতে ঘুমান , আপনি।’
ভারতের সাবেক স্পিনার হরভজন সিংও শোকে আচ্ছন্ন, ‘বাপ্পি দার মৃত্যুতে খুব দুঃখ হচ্ছে। আপনার গানগুলো সবসময় আমাদের ড্রেসিংরুমে বাজানো হতো। তার পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাই।’ যুবরাজ সিং লিখলেন, ‘কিংবদন্তি সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ীর মৃত্যুর দুঃসংবাদ শুনলাম। তার মন্ত্রমুগ্ধকর গান ও সুরের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
একের পর এক সুপারহিট গান উপহার দিয়ে ভারতীয় সংগীতের `ডিস্কো কিং’ বনে যান বাপ্পী লাহড়ি। হিন্দিতে ‘ডিস্কো ডান্সার’, ‘ডান্স ডান্স’, ‘হিম্মতওয়ালা’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, ‘সত্যমেব জয়তে’, ‘কমান্ডো’, ‘শোলা অউর শবনম’ সিনেমায় তিনি সংগীত পরিচালনা করেছেন তিনি। ওপার বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’ সিনেমার গানেও সুর দিয়েছেন।
Discussion about this post