বাংলা সেই প্রবাদের মতো করেই বলতে হয়-”বাপকা বেটা।” আসলেই তাই। ঠিক শচীন টেন্ডুলকারের পথেই হাটছেন তার ছেলে। তার মতোই ব্যাটে ঝড় তুলতে শুরু করেছে অর্জুন।
এইতো শনিবার মুম্বাইয়ে স্ম্যাশ মাস্টার ব্লাস্টার স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে এই কিশোর দেখিয়ে দিল-একদিন জাতীয় দলে খেলতে নিজেকে প্রস্তুত করছে। তার ব্যাটে এলো ৪২ বলে ১১৮ রান।
টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৬ বিভাগে ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে এমন ঝড় তুলেন শচীন তনয়।
অর্জুনের এমন সাফল্যে দারুণ খুশী শচীন। তবে ছেলের উপর প্রত্যাশার চাপ বাড়াতে রাজী নন এই কিংবদন্তি সাবেক ক্রিকেটার। ছেলেকে পুরো স্বাধীনতা দিয়ে রেখেছেন। একইসঙ্গে অর্জুনকে নিয়ে বেশি লেখালেখি না করতেও অনুরোধ করছেন সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটার।
Discussion about this post