ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাটে রান নেই। কিছুতেই চেনা ছন্দের দেখা পাচ্ছেন না সৌম্য সরকার। ওভাই ত্রিদেশীয় টি-টুয়েন্টি ক্রিকেট সিরিজে ঢাকা পর্বে ব্যর্থ তিনি। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে করেন ৪ রান। রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে কোন রান না করেই ফিরে যান সাজঘরে। এ কারণেই ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়লেন সৌম্য।
টুর্নামেন্টের তৃতীয় ও চতুর্থ ম্যাচের দলে এই অলরাউন্ডারকে রাখেন নি নির্বাচকরা।
সিরিজের পরের দুই ম্যাচের জন্য সোমবার সকালে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের মতো জাতীয় দলে উঠে এসেছেন নাঈম শেখ ও আমিনুল বিপ্লব। নাজমুল হোসেন শান্ত প্রথমবারের মতো টি-টুয়েন্টি দলে সুযোগ পেলেন।
বাঁহাতি ওপেনার নাঈম ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেই নজরে এসেছেন। তিনি খেলছেন বাংলাদেশে ‘এ’, ইমার্জিং দল ও বিসিবি একাদশে। দলে আরেক চমক অলরাউন্ডার আমিনুল। অনূর্ধ্ব-১৯ পর্যায়েও মূলত ছিলেন ব্যাটসম্যান। লেগ স্পিন করতে পারেন তিনি। ‘এ’ দল ও ইমার্জিং দলেও দেখা গেছে তাকে।
সৌম্য সরকারই নন, দল থেকে বাদ পড়লেন ইয়াসিন আরাফাত মিশু, আবু হায়দার রনি ও মেহেদী হাসান। তিনজন না খেলেই আউট। ইয়াসিন আরাফাত মিশু চোট নিয়ে বাদ। প্রথমবারের মতো জাতীয় দলে নাম লিখিয়ে ইনজুরিতে পড়লেন তিনি।
দলে ডাক পেয়েছেন রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাঈম শেখ, আমিনুল বিপ্লব ও নাজমুল হোসেন শান্ত। প্রথম দুই ম্যাচে খেলা দলে বড় পরিবর্তনই এনেছেন নির্বাচকরা।
ঢাকা পর্ব শেষে ওভাই টি-টুয়েন্টি সিরিজ এবার চট্টগ্রামে। আগামী ১৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়। ২১ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে লড়াই। রোববার তাদের কাছে দল হেরেছে ২৫ রানে। অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে জিতেছে টাইগাররা।
বাংলাদেশের টি-টুয়েন্টি দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব ও নাজমুল হোসেন শান্ত।
Discussion about this post