একের পর এক ব্যর্থ তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজের দুই টেস্টের ৪ ইনিংসে তার রান ৮, ০, ২ ও ২৩! বৃহস্পতিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ২৩ রান করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে তাকে। বোঝাতেই যাচ্ছিল ফর্মে নেই তিনি। নেই আত্মবিশ্বাসও! এ কারনেই টেস্ট দল থেকে ছিটকে গেলেন শামসুর রহমান শুভ।
এই ওপেনারকে বাদ দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে সিরিজের তৃতীয় টেস্টে নেওয়া হয়েছে ইমরুল কায়েসকে। চলতি বছর ওয়েস্ট সফরেও বাংলাদেশ দলে ছিলেন। কিংসটাউনে টেস্টে দুই ইনিংসে করেন মাত্র ৯ ও ২৫ রান। তবে কিছুদিন কলকাতার যাদবপুরে ইডেন গার্ডেনের দেড়শ’ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টে বিসিবি একাদশের হয়ে সেঞ্চুরি করেন তিনি।
এছাড়া বৃহস্পতিবার ঘোষিত ১৪ সদস্যের দলে কোনো পরিবর্তন নেই। চটগ্রাম টেস্ট শুরু হবে ১২ নভেম্বর। ভেন্যু- জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বাংলাদেশ দল-
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহঅধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, মমিনুল হক, রুবেল হোসেন, শুভাগত হোম, মাহমুদল্লাহ রিয়াদ, শফিউল ইসলাম, জুবায়ের হোসেন, শাহাদাত হোসেন, মার্শাল আইয়ুব, তাইজুল ইসলাম এবং এনামুল হক বিজয়।
Discussion about this post