ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যর্থতার তলানিতে ছিলেন তিনি। একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছিলেন না। তাকে ঘিরে ছিল সমালোচনার ঝড়। তারপরও আস্থা রেখেছিল টিম ম্যানেজম্যান্ট। কিন্তু আর কতো? এবার ঠিকই বাদ পড়ে গেলেন লিটন দাস।
শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে একাদশ ঘোষণার আগে ১৫ জনের যে স্কোয়াড দেওয়া হয় সেটিও ছিলেন না লিটন দাস। সহজেই অনুমেয় অফ ফর্মে থাকা এই উইকেটকিপার ব্যাটসম্যানকে আর সুযোগ দিতে চায় না দল। টিম হোটেল ছেড়েছেন লিটন। তবে ৩১ মে থেকে শুরু হতে যাওয়া ঢাকা লিগে অংশ নিতে শনিবারই জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন তিনি।
আগের ম্যাচে ৪৩ বলে ২৫ রানের স্লো ইনিংসে লিটন তার বাদ পড়া ঠেকাতে পারেননি। তৃতীয় ওয়ানডেতে তার জায়গায় দলে মোটে একটি ওয়ানডে খেলা নাঈম শেখ।
গত বছর সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে লিটন করেন ১৭৬ রান। এর পরের ৮ ইনিংসে মোট রান ১০১, নামের পাশে তিন শূন্য। তারপরও লিটনের পারফরম্যান্স নিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘ও সব সময় পাঁচ-ছয় নম্বরের ব্যাটসম্যান। টি-টুয়েন্টিতে ওপেন করতে পারে, তবে এমনিতে পাঁচ-ছয় নম্বরের।’
ক্যারিয়ারে তিন সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি হাঁকানো লিটনের ৪৪ ইনিংসে তুলেছেন ১১৮০ রান। ব্যাটিং গড় ২৮.৭৮। ৬ ইনিংস মিলিয়ে তার রান ৬৭৬। বাকি ৩৮ ইনিংসে মাত্র ৫০৪! তাকে হতাশ সবাই।
এবার যদি বাদ পড়ে শিক্ষা হয় তার। নিজেকে যদি ফিরে পান নিজেকে। না হলে ক্যারিয়ারটা যে কোন পথে যায় লিটনের!
Discussion about this post