দুঃসংবাদের সঙ্গে কিছুটা সান্ত্বনাও পেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত দলে তাকে অধিনায়ক করা হয়েছে। একইভাবে জায়গা পেয়েছেন আরেক বাদ পড়া ক্রিকেটার মুমিনুল হক।
এবারের মতো বাংলাদেশের সর্বশেষ টেস্ট শ্রীলঙ্কায় বিপক্ষে দল থেকে বাদ পড়েন মাহমুদউল্লাহ। ছিলেন না মুমিনুল হকও। তবে ২৩ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া দুই দিনের প্রস্তুতি ম্যাচ ঠিকই রাখা হল তাদের। এখানে ভাল খেলতে পারলে চট্টগ্রামে সিরিজের ২য় টেস্টে দলে ফেরার দাবীটা জোরালো হবে।
ঢাকা টেস্টের দলে ডাক পেয়েছেন নাসির হোসেন। প্রস্তুতি ম্যাচের ১৪ সদস্যের দলে আছেন তিনিও। আছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনও। নাজমুল হোসেন শান্ত, লিটন দাসকেও দলে রেখেছেন নির্বাচকরা।
পেস বোলার হিসেবে শুভাশিস রায় চৌধুরীর সঙ্গে রয়েছেন কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ, আবুল হাসান ও সাইফ উদ্দিন।
প্রস্তুতি ম্যাচ শেষে ২৭ আগস্ট মিরপুরে মুশফিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে অজিরা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, শুরু ৪ সেপ্টেম্বর।
প্রস্তুতি ম্যাচের দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুমিনুল হক, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইরফান শুক্কুর, সাইফ উদ্দিন, শুভাশিস রায়, আবু জায়েদ, কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্ত, তানবীর হায়দার, জুবায়ের হোসেন ও আবুল হাসান।
Discussion about this post