বাংলাদেশ নারী ক্রিকেটে বড়সড় পরিবর্তন। মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে সরিয়ে নারী দলের নির্বাচক করা হয়েছে সাজ্জাদ আহমেদ শিপন ও সজল আহমেদ চৌধুরীকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনেকটা বিতর্ক মুক্ত হতেই নিয়েছে এই সিদ্ধান্ত। নতুন দুই নির্বাচক বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করেছিলেন। শিপন অতীতে জাতীয় পুরুষ ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে মিনহাজুল আবেদীন-হাবিবুল বাশারের কমিটিতেও ছিলেন।
নারী দলের জন্য নিয়োগ দেওয়া হয়েছে দু’জন কোচও। তারা হলেন-দীপু রায় চৌধুরী ও ওয়াহিদুল গনি। প্রধান কোচ হাসান তিলকারত্নের সহকারী হবেন তারা।
এমনিতে মঞ্জুর সঙ্গে ক্রিকেটারদের দূরত্ব ছিল বোর্ডের। বলা হচ্ছিল দলে কর্তৃত্ব ও স্বেচ্ছাচারিতা করছেন তিনি। অভ্যন্তরীন কিছু বিষয় নিয়ে ক্রিকেটাররা নারী উইং প্রধানের কাছে অভিযোগও করেন। শ্রীলঙ্কা সফরের দল থেকে সালমা খাতুন ও রুমানা আহমেদকে বাদ দেন মঞ্জু। তারপর হারান ম্যানেজার পদ। এবার নির্বাচক পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। দুই বছর ধরে নির্বাচক ও ম্যানেজার ছিলেন মঞ্জু।
২০২০ সালের নভেম্বর থেকে আড়াই বছরের বেশি সময় নারী দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন ৪৩ বছর বয়সী মঞ্জুরুল।
Discussion about this post