শেষ পর্যন্ত হচ্ছেই না ব্রিসবেন টেস্ট। ফিলিপ হিউজের হঠাৎ মৃত্যুতে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। এখন মাঠের ক্রিকেটে মন বসাতে পারছে না তারা। যার এই টেস্ট খেলার কথা হচ্ছিল সেই মানুষটিই যদি বাউন্সারের আঘাতে শেষ হয়ে যায় তবে মন ভাল থাকে কী করে!
তাইতো ৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া ভারত-অস্ট্রেলিয়া মধ্যকার সিরিজের প্রথম টেস্ট হচ্ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়া জানাল এই টেস্ট স্থগিত করা হয়েছে।
এর আগে ৩ ডিসেম্বর ম্যাকসভিলে হবে হিউজের শেষ যাত্রার অনুষ্ঠান। সেই শহরেই বেড়ে উঠেছেন ২৫ বছরে না ফেরার দেশে চলে যাওয়া এই ক্রিকেটার।
এইতো গত মঙ্গলবার শেফিল্ড শিল্ডের ম্যাচে পেসার শন অ্যাবটের বাউন্সারের আঘাতে মাঠে লুটিয়ে পড়েন হিউজ। দু’দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানেন তিনি।
অবসরে হিউজের জার্সি
৬৪ নম্বর জার্সি পড়ে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেটে খেলেছেন ফিলিপ হিউজ। ভবিষ্যতে অজি দলে এই নম্বরের জার্সি গায়ে কোন ক্রিকেটারকে দেখা যাবে না। হিউজে সম্মান জানিয়ে তার জার্সিটিকে অবসরে পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
টেস্ট অধিনায়ক মাইকেল ক্লার্ক শনিবার এ খবর শোনালেন।
Discussion about this post