শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচ ছাড়াই বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া। ফতুল্লায় ম্যাচটি আয়োজনের যে আশার আলো দেখা গিয়েছিল সোমবার তা হঠাৎ নিভে গেল! মাঠ খেলার উপযোগী না থাকায় প্রস্তুতি ম্যাচ খেলবে না বলেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ম্যাচ না খেলে টেস্টের আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবে সফরকারীরা।
অতি বৃষ্টির ফলে ফতুল্লা স্টেডিয়ামে পানি জমে যাওয়ায় প্রস্তুতি ম্যাচ নিয়ে সংশয় ছিল আগেই। তারপরও চেষ্টা করেছে বিসিবি। নিজ দায়িত্বে পানি সরাতে পাম্প নিয়ে মাঠ প্রস্তুত করতে কাজ করেছে। কিন্তু লাভ হল না। অবশ্য বিকল্প হিসেবে ইউল্যাব মাঠ ও বিকেএসপির নাম প্রস্তাব করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব মাঠ পরিদর্শন করে ক্রিকেট অস্ট্রেলিয়া ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেয়।
সোমবার সকাল পৌনে আটটার দিকে ফতুল্লার মাঠ পরিদর্শনে যান অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভন স্মিথ, কোচ ড্যারেন লেম্যান ও ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারলসহ ছয় প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লার কিউরেটর বেলাল। তার কাছ থেকে মাঠ ও উইকেট সম্পর্কে ধারণা নেন ও উইকেট পরিদর্শন করেন তারা।
সকাল সাড়ে নয়টার পর মিরপুরের শেরেবাংলায় অনুশীলন শুরু করে অস্ট্রেলিয়া দল। এরপর সাড়ে দশটায় আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি ম্যাচ না খেলার কথা জানায় অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। জানা গেছে প্রস্তুতি ম্যাচ না খেলে একাডেমি মাঠে দুইদিন সেন্টার উইকেটে অনুশীলন করবে অজিরা।
আগামী ২৭ আগস্ট মিরপুরে মুশফিকদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে অজিরা। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, শুরু ৪ সেপ্টেম্বর।
Discussion about this post