বাজে আম্পায়ারিংয়ের খেসারত গুনল বাংলাদেশ। একের পর এক ভুল সিদ্ধান্ত। আর তাতেই জমল না কোয়ার্টার ফাইনাল। টাইগাররাও পথ হারাল। ১০৯ রানে মাশরাফিদের হারিয়ে সেমিফাইনালে উঠে গেল ভারত। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ধোনির দল করে ৩০২ রান। বাংলাদেশ অলআউট ১৯৩ রানে।
বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অদ্ভুদ আর দৃষ্টিকটু কিছু সিদ্ধান্ত নিয়েছেন দুই আম্পায়ার ইয়ান গোল্ড এবং আলিম দার। রুবেল হোসেনের একটি ফুলটস বলে ‘নো’ ডেকে বাংলাদেশকে উইকেট বঞ্চিত করেন তারা।
টস জিতে ব্যাট করতে নামে ভারত। তারা ৪০তম ওভারে আম্পায়ারের সুবিধাটা পায়।
ওভারের চতুর্থ বলটি ফুলটস দেন রুবেল। বাউন্ডারি মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন ভারতের ব্যাটসম্যান রোহিত শর্মা। কিন্তু আশ্চর্য ঘটনা। বলটি কোমরের ওপরে ছিল উল্লেখ করে লেগ আলিম দার এবং গোল্ড।
এই আউট নিয়ে ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষন টুইটারে লিখেন- “গৌল্ডের থেকে বাজে সিদ্ধান্ত এল। এটা অবশ্যই কোমরের ওপরে ছিলে না। ভাগ্যের সহায়তা পেল রোহিত।” রিপ্লেতে দেখে মনে হয়েছে, বলটি কোমরের ওপরে ছিল না। এনিয়ে শেন ওয়ার্নও বিস্ময় প্রকাশ করেন।
ক্যাচটি দেওয়ার সময় ৯০ রানে ছিলেন রোহিত শর্মা।
Discussion about this post