ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দারুণ এক দুঃসময়ে আছে গোটা বিশ্ব। করোনাভাইরাস সংক্রমণে অনেকটাই স্থবির প্রায় প্রতিটি দেশ। বাংলাদেশও একই দৃশ্যপট। প্রাণঘাতি ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তারমধ্যে বৃহস্পতিবার ঘোষিত হলো অর্থনীতি পুনরুদ্ধারের স্বপ্ন নিয়ে বাজেট।
অর্থমন্ত্রী আ হ ম.মুস্তফা কামাল আগামী অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন করেন। এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে সর্বমোট ১৪৭৮ কোটি ৯৩ লাখ টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০২০-২১ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বরাদ্দ কিছুটা বেড়েছে। গত অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল এক হাজার চারশ’ ৮৫ কোটি টাকা। যদিও সংশোধিত বাজেটে কমিয়ে এক হাজার চারশ’ ৫৬ কোটি করা হয়।
এবার প্রস্তাবিত বাজেটে দেশব্যাপী ক্রীড়া ও সংস্কৃতি উন্নয়নে দুইশ’ ৩৩ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। বাজেটের বাকি এক হাজার দুইশ’ ৪৫ কোটি টাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালনা বাবদ ব্যয় হবে।
এর আগে ২০১৯-২০ অর্থবছরে সংশোধিত বাজেটে উন্নয়ন খাতের পরিমাণ ছিল ১৫৫ কোটি ২৯ লাখ টাকা এবং পরিচালন খাতের পরিমাণ ছিল ১৩০১ কোটি ২৭ লাখ ৮৪ হাজার টাকা।
Discussion about this post