বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। নতুন কোচ মাইক হেসনের অধীনে এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে পাকিস্তান ক্রিকেটের নতুন এক অধ্যায়। আর এই সূচনায় জায়গা করে নিয়েছেন গত এক মাসে চারটি সেঞ্চুরি হাঁকিয়ে হইচই ফেলে দেওয়া ওপেনার সাহিবজাদা ফারহান। তবে সবচেয়ে বড় চমক-দলে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও পেসার শাহিন শাহ আফ্রিদি।
২০১৮ সালে আন্তর্জাতিক অভিষেক, এরপর পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় জাতীয় দল থেকে ছিটকে যান সাহিবজাদা ফারহান। কিন্তু চলতি বছরের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে একেবারে আগুনে ফর্মে ফিরেছেন তিনি। ৭ ম্যাচে করেন ৬০৫ রান, যার মধ্যে ৩টি সেঞ্চুরি ও ২টি ফিফটি। ৭২ বলে ১৬২ রানের অপরাজিত ইনিংসটি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডে জায়গা করে নিয়েছে।
ওই টুর্নামেন্টে তার স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৫, আর গড় ১২১-এক কথায় অবিশ্বাস্য! ছক্কা হাঁকিয়েছেন ৪০টি, যেখানে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা ছিল মাত্র ১৩টি।
এরপর পিএসএলেও রাখেন সমানতালে পারফরম্যান্স। এক মাসের মধ্যে করেন ৪টি সেঞ্চুরি—বিশ্ব রেকর্ড স্পর্শ করেন এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরির। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে পিএসএলে করেছেন ৩৯৪ রান, স্ট্রাইক রেট ১৫৪।
সিরিজের দলে জায়গা হয়নি পাকিস্তানের তিন তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদি।সবচেয়ে চমক জাগানিয়া বাদ পড়াদের একজন শাহিন, যিনি নিউজিল্যান্ড সিরিজেও ছিলেন।
এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে কোচ মাইক হেসন-এর অধ্যায়। অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন সালমান আগা, আর সহ-অধিনায়ক শাদাব খান।
সিরিজের তিনটি ম্যাচই হবে লাহোরে, যদিও নির্দিষ্ট সূচি এখনও প্রকাশ করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল-
সালমান আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হুসাইন তালাত, খুশদিল শাহ, হাসান নাওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ, হাসান আলী, আবরার আহমেদ, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ।
Discussion about this post