এশিয়া কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর দ্রুতই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। টুর্নামেন্ট শেষে একই ভেন্যু সংযুক্ত আরব আমিরাতেই বাংলাদেশের বিপক্ষে খেলবে ছয় ম্যাচের সাদা বলের সিরিজ- সমান তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে। আজ সেই সিরিজ সামনে রেখে স্কোয়াড প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
নতুন ঘোষিত দলে নেই বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার। বাঁহাতি পেসার ফজলহক ফারুকি, অলরাউন্ডার গুলবাদিন নাইব ও করিম জানাতকে বাদ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার ওয়াফিউল্লাহ তারাখিল ও পেসার মোহাম্মদ সালিম সাফি।
টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন রশিদ খান। দলে আছেন গুরবাজ, ইব্রাহিম জাদরান, নবী ও আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো পরিচিত মুখ। তবে ওয়ানডে স্কোয়াডে নেতৃত্বে থাকছেন হাসমতউল্লাহ শহিদি। তাঁর দলে যোগ হয়েছেন রহমত শাহ, ইকরাম আলিখাইল ও নাঙ্গিয়াল খারোটি।
২ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি ম্যাচ দুটি ৩ ও ৫ অক্টোবর। এরপর ৮, ১১ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তিন লড়াই। সবগুলো ম্যাচই মরুদেশ আমিরাতের মাঠে অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি দল
রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ওয়াফিউল্লাহ তারাখিল, দারউইশ রাসুলি, মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শারাফুদ্দিন আশরাফ, নুর আহমেদ, মুজিব-উর রহমান, ফরিদ মালিক, আবদুল্লাহ আহমাদজাই, বশির আহমেদ। রিজার্ভ: রহমত শাহ, গজনফার।
ওয়ানডে দল
হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলখৈল, মোহাম্মদ নবি, নাঙ্গিয়াল খারোতি, রশিদ খান, এএম গাজানফার, সেলিম সফি, আবদুল্লাহ আহমাদজাই, বশির আহমেদ। রিজার্ভ: বিলাল সামি, ফরিদুন দাউদজাই।
Discussion about this post