বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সুসংবাদ! এমনিতেই ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথসহ দলের সেরা তারকারা ছিলেন মাঠের বাইরে। এবার চোটে পড়ে বাংলাদেশ সফর শেষ অধিনায়ক অ্যারন ফিঞ্চের। ওয়েস্ট ইন্ডিজ সফরে হাঁটুর চোটে পড়েন তিনি। আর সেই চোট তাকে পাঠিয়ে দিল মাঠের বাইরে। বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে ফিঞ্চের ইনজুরির খবরটি নিশ্চিত করেছে। রোববারই লন্ডন-দোহা হয়ে অস্ট্রেলিয়া ফেরার কথা তার।
চোটের কারণে উইন্ডিজের বিপক্ষে দুই ওয়ানডেতে খেলতে পারেননি তিনি। এবার দেশে ফিরে যেতে হচ্ছে তাকে। ফিঞ্চের অস্ত্রোপচার হবে। টি-টুয়েন্টি বিশ্বকাপে সুস্থ ফিট ফিঞ্চকে চাইছে সিএ।
এভাবে ইনজুরি নিয়ে ছিটকে যাওয়ায় হতাশ ফিঞ্চ। আক্ষেপ নিয়ে বলেন, ‘দেশে ফিরতে হচ্ছে বলে খুবই হতাশ আমি। বাংলাদেশ সফরে যাওয়ার চেয়ে এটাই অবশ্য ভালো সিদ্ধান্ত হয়েছে। সেখানে গেলে খেলতে পারতাম না আবার সেরে ওঠার সময় হারাতাম। প্রয়োজন হলে আমি অস্ত্রোপচারটা করে ফেলবো। আর বিশ্বকাপের আগে পুনর্বাসন শুরু করব।’
ফিঞ্চের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে অ্যালেক্স ক্যারি নেতৃত্ব দিচ্ছেন। আর বাংলাদেশ সফরে টি-টুয়েন্টিতে কে নেতৃত্ব দেবেন জানায়নি সিএ। ২৯ জুলাই বাংলাদেশে আসার কথা রয়েছে অজিদের। দুই দলের প্রথম টি-টুয়েন্টি ৩ আগস্ট। পরের চারটি ম্যাচ ৪, ৬, ৭ ও ৯ আগস্ট।
বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দল:
অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জস হ্যাজেলউড, মোয়াসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।
তানভীর সাঙ্গা (রিজার্ভ), নাথান অ্যালিস (রিজার্ভ)।
Discussion about this post