দেশের মাটিতে দারুণ সময় কাটাচ্ছে টাইগাররা। ভারত, পাকিস্তান এমন কি দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও এসেছে সাফল্য। এবার মিশন অস্ট্রেলিয়া। সেই লড়াইয়েও বাজিমাত করতে প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ। তার আগে সুসংবাদ। নতুন চেহারার দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। অজি দলের মোট ৭ ক্রিকেটারের বয়স ২৬ বছরের নিচে। ২৮ সেপ্টেম্বর ঢাকা আসছে তারা।
তার আগে সোমবার ১৫ সদস্যর দল ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথকে নেতৃত্বে দলে এক ঝাক তরুন ক্রিকেটার রয়েছেন। ডেভিড ওয়ার্নার ইনজুরিতে পড়ায় অ্যাডাম ভোগসকে করা হয়েছে সহ-অধিনায়ক। দলে দুই নতুন মুখ- অ্যান্ড্রু ফিকেট ও ক্যামেরন ব্যানক্রফট।
আক্রমনাত্মক ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল আছেন দলে। পাশাপাশি দলে ফিরেছেন জো বার্নস, উসমান খাজা ও স্টিভ ও’কিফ।
সফরে বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার মিচেল জনসন ও জস হ্যাজেলউডকে।
আগামী ৯ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ১৭ অক্টোবর ঢাকায় শুরু দ্বিতীয় টেস্ট।
অস্ট্রেলিয়ার টেস্ট দল
স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যাডাম ভোজেস (সহ-অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফট, জো বার্নস, প্যাট কামিন্স, অ্যান্ড্রু ফেকেতে, উসমান খাজা, নাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল, স্টিফেন ও’কিফে, পিটার সিডল এবং মিচেল স্টার্ক।
Discussion about this post