ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নতুন করে জেগে উঠতে চাইছে জিম্বাবুয়ে ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর দেশের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ এর দায়িত্ব পাওয়া হ্যামিল্টন মাসাকাদজা মনোযোগ রেখেছেন। তার সুপারিশেই জিম্বাবুয়ে ক্রিকেটে অধিনায়কের পরিবর্তন এসেছে। টেস্টে দলটিকে নেতৃত্ব দেবেন শন উইলিয়ামস। এওয়ানডে আর টি-টুয়েন্টিতে অস্থায়ীভাবে নেতৃত্ব দেবেন চামু চিবাবা।
হারারেতে বোর্ড মিটিংয়ের পর এক বিবৃতিতে নতুন অধিনায়ক নির্বাচনের ঘোষণা দেয় জিম্বাবুয়ে ক্রিকেট। বাংলাদেশ সফরেই দেখা মিলবে নতুন দুই অধিনায়কের।
১০ টেস্টের সঙ্গে উইলিয়ামস খেলেছেন ১৩১ ওয়ানডে ও ৩৮টি টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে দলকে এর আগেও নেতৃত্ব দিয়েছেন বাঁহাতি এ অলরাউন্ডার। এরআগে জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক ছিলেন মাসাকাদজা। ২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকে খেলেছিলেন তিনি।
এবার চিবাবার নেতৃত্ব পাওয়া চমক মনে হয়েছে। এক বছরেরও বেশি সময় ধরে দেশের হয়ে কোনো ম্যাচ খেলেননি তিনি। ২০১৮ সালের জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে খেলেন শেষ ওয়ানডে, অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টি হয়ে আছে তার সবশেষ আন্তর্জাতিক ম্যাচ। এবারই প্রথম দেশকে নেতৃত্ব দেবেন তিনি।
এ বছর ঘরের মাঠে আয়ারল্যান্ড, ভারত ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে। বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা সফরেরও কথা আছে তাদের।
Discussion about this post