বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার ঘোষিত দলে ছিলেন জেমস প্যাটিনসন। কিন্তু সফরে আসা হচ্ছে না তার। পিঠের চোটে সরে যেতে হলো এই পেসারকে। বদলি হিসেবে ১৪ সদস্যের দলে ঢুকেছেন জ্যাকসন বার্ড। একইসঙ্গে বাংলাদেশ সফরের জন্য আটঘাট বেধেই প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়া। শনিবার দলে আরেকটি পরিবর্তনও এসেছে। বাঁহাতি পেসার মিচেল স্টার্কের জায়গায় স্পিনার মিচেল সোয়েপসনকে নিয়েছে তারা। টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। অস্ট্রেলিয়া ক্রিকেটের অনিশ্চয়তা কেটে যাওয়ার পর এখন বাংলাদেশ সফরের জন্য প্রস্তুত স্টেভন স্মিথরা। অবশ্য ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল তাদের। কিন্তু তখন নিরাপত্তা শঙ্কায় সফর বাতিল করে। সেই সিরিজটা খেলতে অবশেষে আসছে স্টিভেন স্মিথের দল।
ইতিহাস জানাচ্ছে ২০০৬ সালের পর কোনো টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া। ২০১১ সালের সফরে শুধু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল তারা।
বাংলাদেশ সফরকে সামনে রেখে ২ মাস আগেই ১৩ সদস্যের দল ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে অ্যাশটন অ্যাগার ও নাথান লায়নের পর তৃতীয় স্পিনার হিসেবে ডাক পেলেন সোয়েপসন। তিনি ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩২.৮২ গড়ে নিয়েছেন ৪১ উইকেট।
সফরের আগে ডারউইনে একটি ক্যাম্প করবে অজিরা। সেখানে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা তাদের। ঢাকায় এসেও অবশ্য একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
এরপর প্রথম টেস্ট শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু ২৭ অগাস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ৪ সেপ্টেম্বর।
অস্ট্রেলিয়া দল- স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাশটন অ্যাগার, হিল্টন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম, জশ হেইজেলউড, উসমান খাওয়াজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, জ্যাকসন বার্ড, ম্যাথিউ রেনশ, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড।
Discussion about this post