বাবার পথ ধরে হাঁটছে ছেলে। শিবনারায়ণ চন্দরপলের পথ ধরে এগিয়ে এলেন চন্দরপল জুনিয়র। তিনি আসছেন ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফরে। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ খেলতে আসছে বৃহস্পতিবার বাংলাদেশে আসছে ক্যারিবিয়ান ‘এ’ দল।
এই দলকে নেতৃত্বে থাকবেন টেস্ট দলের নিয়মিত কিপার-ব্যাটসম্যান জশুয়া দা সিলভা। গত বছর বাংলাদেশ ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরেও ক্যারিবিয়ান ‘এ’ দলের অধিনায়ক ছিলেন দা সিলভা। এখনও ২২ টেস্ট খেলা এই কিপার ২০২১ সালে বাংলাদেশেও খেলেন দুই টেস্ট।
এই সিরিজ সামনে রেখে আফিফ হোসেন ধ্রুবকে অধিনায়ক করে বাংলাদেশ দল আগেই ঘোষণা করা করেছে বিসিবি। আর উইন্ডিজ উইকেটরক্ষক ব্যাটসম্যান জশুয়া ডি সিলভাকে অধিনায়ক করে ঘোষিত ১৫ সদস্যের দল গড়েছে। যেখানে আছেন শিবনারায়ণ চন্দরপলের ছেলে তেজনারায়ন।
২০২২ সালে ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হওয়া কিংবদন্তি চন্দরপল পুত্র তেজনারায়ণ জাতীয় দলের হয়ে এখন অব্দি ৬টি টেস্ট খেলেছেন।৬ টেস্টে ডাবল সেঞ্চুরিসহ ৪৫.৩০ গড়ে ৪৫৩ রান করেন।
ক্যারিবিয়ানদের এই সফরের তিনটি চার দিনের ম্যাচ সিলেটে হবে। প্রথম ম্যাচ শুরু ১৬ মে। এরপর ২৩ মে ও ৩০ মে বাকি দুটি ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল: জশুয়া দা সিলভা (অধিনায়ক), আলিক আথানেজ, ইয়ানিক ক্যারাইয়াহ, কিসি কার্টি, তেজনারাইন চন্দরপল, টেভিন ইমলাখ, আকিম জর্ডান, ব্র্যান্ডন কিং, জেইর ম্যাকঅ্যালিস্টার, জাচারি ম্যাককেস্কি, কার্ক ম্যাকেঞ্জি, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রিফার, কেভিন সিনক্লেয়ার।
বাংলাদেশ ‘এ দল : আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলি (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন, নাঈম হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান, রিপন মণ্ডল।
Discussion about this post