ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচ দিয়ে আগামী ১ জুন শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মে। প্রতিটি দেশই তাদের ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে। আর বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি জানাল ম্যাচ অফিসিয়ালদের নাম।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ রেফারি হিসেবে থাকছেন- ক্রিস ব্রড, ডেবিড বুন ও অ্যাান্ডি পাইকট। অঅর আম্পায়ার করা হয়েছে- আলিম দার, কুমার ধর্মসেনা, মারাইস ইরাসমুস, ক্রিস গ্যাফানি, ইয়ান গুল্ড, রিচার্ড ইলিংওর্থ, নাইজেল লং, অক্সেনফোর্ড, রড টাকার, এস রভি, পল রাইফেল ও রিচার্ড ক্যাটেলব্রো।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আলিম দারের প্রশ্নবিদ্ধ আম্পায়ারিংয়ের কথাটা মনে রেখেছ আইসিসি। সাবেক সেরা আম্পায়ারকে টাইগারদের ম্যাচে রাখা হয়নি। প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্পায়ারিং করবেন- গ্যাফানি, ইলিংওর্থ, রাইফেল। তাছাড়া আছেন অভিজ্ঞ ইয়ান গোল্ড, কুমার ধর্মসেনা, নাইজেল লং, ক্যাটেলব্রো, রড টাকার ও ইরাসমুস।
ইংল্যান্ড এবং বাংলাদেশ মধ্যকার ম্যাচে মাঠে দায়িত্ব পালন করবেন এস রভি এবং রড টাকার। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন অক্সেনফো্র্ড। চতুর্থ আম্পায়ার হিসেবে ম্যাচের দায়িত্ব পালন করবেন ক্রিস গ্যাফানি এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন বুম।
৫ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। সেই ম্যাচে ফিল্ড আম্পায়ার থাকবেন নাইজেল লং ও ক্রিস গ্রাফেনি। ইয়ান গৌল্ড তৃতীয় ও সুন্দারাম রবি চতুর্থ আম্পায়ার । ম্যাচ রেফারি থাকবেন ক্রিস ব্রড।
গ্রুপ পর্বের ৯ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচে ফিল্ড দায়িত্ব পালন করবেন নাইজেল লং ও ইয়ান গৌল্ড। তৃতীয় আম্পায়ার আলীম দার, চতুর্থ আম্পায়ার রিচার্ড ইলিংয়র্থ।এই ম্যাচেও রেফারি ক্রিস ব্রড।
Discussion about this post