এশিয়া কাপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। হংকংকে ৮ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে এগোচ্ছে দল। তবে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক সতর্ক করলেন টাইগারদের ব্যাটিং নিয়ে। তার মতে, শক্তিশালী একাদশ গড়ার সব উপাদান থাকলেও ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাবই বড় সমস্যা।
মালিক মনে করেন, একটি পূর্ণাঙ্গ দল গড়তে লাগে কয়েকজন মানসম্পন্ন ব্যাটসম্যান, এক-দুজন অলরাউন্ডার, মানসম্মত স্পিনার ও পেসার। তিনি বললেন, ‘বাংলাদেশের সবই আছে। আমি বাংলাদেশে খেলেছি, কাছ থেকে দেখেছি তাদের প্রতিভা। তখন তারা শিখছিল, বেড়ে উঠছিল। এখন দারুণ কিছু ক্রিকেটার আছে।’
অলরাউন্ডার সাইফউদ্দিন ও লেগ স্পিনার রিশাদের প্রসঙ্গ টেনে তিনি যোগ করেন, ‘সাইফউদ্দিন দারুণ ইয়র্কার করে, নিচে ব্যাটও করতে পারে। রিশাদও লেগ স্পিনের সঙ্গে ব্যাটিংয়েও অবদান রাখে।’
যদিও দলের গঠন শক্তিশালী, কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতাই টেনে আনে সমস্যা। মালিক বলেন, ‘বাংলাদেশ মাঝেমধ্যে ভালো খেলে। কিন্তু সেটা লম্বা সময় ধরে করতে পারে না। ২০-২৫ রান করে আউট হওয়া যাবে না। ওই ইনিংসগুলোকে ৫০ বা ৭০ রানে নিয়ে যেতে হবে। সেটাই বাংলাদেশ ব্যাটিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
মালিকের বিশ্বাস, যদি ব্যাটসম্যানরা ইনিংস বড় করতে শেখে, তবে এশিয়া কাপে বাংলাদেশ সুপার ফোরে উঠবে নিশ্চিতভাবেই। তিনি বলেন, ‘ইনিংস বড় করতে পারলে তারা যেকোনো দলকে চ্যালেঞ্জে ফেলতে পারে। এই উন্নতিটাই মূল। আর সেটা হলে আমি বাংলাদেশকে সুপার ফোরে দেখি।’
এশিয়া কাপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে লিটন দাসের দল। তবে সামনের পরীক্ষা আরও বড়-১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই।
Discussion about this post