বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। ২০১৫ সালের বিশ্বকাপের পর এই দ্বৈরথ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহের শেষ নেই। এখন বিরাট কোহলিদের চোখে চোখ রেখেই কথা বলেন মাশরাফি বিন মর্তুজারা। সর্বশেষ ওয়ানডে সিরিজেও ভারতকে ২-১ এ হারিয়েছে টাইগাররা। কিন্তু ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ এখনো আলোচনার কেন্দ্রতে। বাংলাদেশি সমর্থকদের মধ্যে ক্ষোভের ঝড় বইয়ে দেয় বিতর্কিত আম্পায়ারিং।
পেসার রুবেল হোসেনের বলে রোহিত শর্মা ক্যাচ দিয়েও আউট হননি। আম্পায়ারের নো ঘোষণা করেন। কোমর উচ্চতায় বলটি ছিল কী না তা নিয়ে এখনো প্রশ্ন উঠে। তাছাড়া সীমানা প্রান্তে মাহমুদউল্লাহর ক্যাচ ধরেন শিখর ধাওয়ান। অথচ রিপ্লেতে দেখা যায় ধাওয়ানের পা সীমানা ছুঁয়েছিল!
সেই ম্যাচে আম্পায়ার ছিলেন ইয়ান গোল্ড ও আলীম দার। তাদের মুখোমুখিতে হতে হচ্ছে না বাংলাদেশের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে নেই তারা। মাঠের দুই আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড কেটেলবরো ও কুমার ধর্মসেনা। তৃতীয় ও চতুর্থ আম্পায়ার নাইজেল লং ও রিচার্ড ইলিংওয়ার্থ। ম্যাচ রেফারি ক্রিস ব্রড।
বলা দরকার বৃহস্পতিবার ফাইনালে উঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ-ভারত।
Discussion about this post