ভারত-বাংলাদেশের মধ্যের অনেক কাংখিত টেস্ট নিয়ে নাটক শেষ হচ্ছে না। আদৌ সেই টেস্ট হবে কীনা তা নিয়ে ফের শঙ্কা। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা এ খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ১৬ বছরের প্রতীক্ষা শেষে টাইগাররা যখন ভারতে খেলার অপেক্ষায় পত্রিকা ‘দ্য হিন্দু’ জানাল ভিন্ন খবর। ভারতের জনপ্রিয় পত্রিকাটি জানায়- একমাত্র টেস্ট ম্যাচটি আয়োজন করতে চাইছে না হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন! টেস্ট আয়োজনের মতো তহবিল নাকি নেই তাদের।
তবে এই খবরকে পাত্তা দিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মিডিয়াকে জানালেন, এই খবরের কোন ভিত্তি নেই। বলেন, ‘ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এ প্রসঙ্গে আমাদের কিছুই বলেনি। তাছাড়া এটা তাদের নিজেদের ব্যাপার। ইংল্যান্ডের টেস্ট আয়োজন নিয়েও এমন অনীহার কথা শুনেছি। তারপরও টেস্ট হয়েছে। সুতরাং এখবর নিছকই গুঞ্জন।
একই কথা বলল হায়দারাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনও। সাধারণ সম্পাদক কে. জন মেজর অাগের খবরটি ঠিক নয় বলে প্রতিবাদ করেছেন। একমাত্র টেস্ট অায়োজনে তাঁর সংস্থা কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
এদিকে বিসিসিআইয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্যে জানা গেছে- হায়দ্রাবাদে হতে যাওয়া দুই দেশের মধ্যকার একমাত্র সেই টেস্ট ম্যাচটির সূচিতে সামান্য পরিবর্তন এসেছে।
গত বছরের আগস্টে জানা যায়- বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট শুরু হবে ৮ ফেব্রুয়ারি। কিন্তু রোববার জানা গেল একদিন পিছিয়ে শুরু হবে ৯ ফেব্রুয়ারি।
Discussion about this post