বিশ্রাম শেষে হায়দ্রাবাদে ঘাম ঝরানো অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ। প্রথম দিন ফুটবল খেলেই সময় কাটল। শনিবারও অনুশীলনে সময় কাটবে। এরপরের দিন থেকে শুরু দু’দিনের প্রস্তুতি ম্যাচ। ৯ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে সেই ঐতিহাসিক টেস্ট।
শুক্রবার জানা গেল হায়দরাবাদ ক্রিকেট সংস্থা (এইচসিএ) বাংলাদেশ-ভারত আলোচিত এই টেস্ট উপলক্ষে ফিরতে চাইছে পুরোনো ঐতিহ্যে।
ভারতের মাঠে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট। স্মরণীয় এই মুহুর্তকে আরো রঙীন করতে এইচসিএ প্রকাশ করবে বিশেষ ক্রোড়পত্র। আগেও রাজ্য ক্রিকেট সংস্থা তাদের ভেন্যুতে কোনো ম্যাচ হলে স্মরণিকা প্রকাশ করত। গত কয়েক বছর ধরে সেই ঐতিহ্যটা বন্ধ ছিল। বাংলাদেশের বিপক্ষে বিরাট কোহলিদের টেস্ট দিয়ে সেই পুরনো পথে হাটছে তারা।
এবারের স্মরণিকায় লিখবেন লিখবেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের ম্যানেজার পিআর মান সিং। আব্বাস আলী বেগ, মহিন্দর অমরনাথ, ভিভিএস লক্ষ্মণ, ভেংকটরাঘবন, সৈয়দ কিরমানির মতো সাবেক প্রখ্যাত ক্রিকেটারদের পাশাপাশি হার্শা ভোগলে, সুরেশ মেননের মতো ক্রিকেট ব্যক্তিত্বরা। বাংলাদেশ-ভারত দ্বৈরথ নিয়ে নানা পরিসংখ্যান, ছবি ও কার্টুনও থাকবে এই প্রকাশনায়।
বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে সেই ২০০০ সালে। তারপর থেকেই অপেক্ষায় কেটেছে সময়। ভারতে টেস্ট খেলার ডাক মিলেনি। অবশেষে স্বপ্নের সেই সফরের সুযোগ মিলল। তবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এই অভিজাত অঙ্গনে ২০০০ সালে পথচলা শুরু বাংলাদেশের।
Discussion about this post