দুঃসময়ে দাঁড়িয়ে অ্যাঞ্জেলো ম্যাথুজ। কিছুতেই ইনজুরি নামের শত্রুর সঙ্গে পেরে উঠছেন না তিনি। এ কারনে আবারও ছিটকে পড়েন শ্রীলঙ্কান এই অলরাউন্ডার। ঘরের মাঠে নিদাহাস ট্রফিতে ফেরা হল না। ফিরবেনই বা কী করে। অনুশীলনে নতুন করে চোটে পড়ে সব শেষ!
শ্রীলঙ্কান বোর্ডের এক মুখপাত্র ব্যাপারটি নিয়ে সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘নিদাহাস ট্রফিতে ফিরতে শতভাগ চেষ্টাই ম্যাথুজ করেছিল। পুনর্বাসন প্রক্রিয়ায় সব কিছু সে করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত অনুশীলন সেশনে সে আবার চোটে পড়েছে। কাফ মাসলে চোট পাওয়ায় আসন্ন সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি।’
এর অর্থ বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে এই টি-টুয়েন্টি টুর্নামেন্টে নেই ম্যাথুজ। নতুন করে ম্যাথুজ চোটে পড়ায় আসন্ন ত্রিদেশীয় নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার নেতৃত্বে থাকছেন দিনেশ চান্দিমাল। চোটে থেকে ম্যাথুজ না ফিরলেও কুসল পেরেরা ও নুয়ান প্রদীপকে সবুজ সঙ্কেত দিয়েছে লঙ্কান টিম ম্যানেজমেন্ট।
ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ৬ মার্চ। এর দুদিন আগেই ঢাকা ছাড়বে টাইগাররা। এরইমধ্যে সাকিব আল হাসানের নেতৃত্বে ঘোষণা করা হয়েছে ১৬ সদস্যের দল।
Discussion about this post