অস্ট্রেলিয়ার ডারউইনে আবারও বসতে যাচ্ছে জনপ্রিয় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের আসর। এবারও সেই আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল, যারা ২০২৪ সালের আসরে ফাইনাল পর্যন্ত গিয়েছিল। এবার লক্ষ্য একটাই-শিরোপা জয়। সিরিজের উদ্বোধনী ম্যাচে ১৪ আগস্ট মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান শাহীন্স।
সিরিজে অংশ নেবে মোট ১১টি দল। এর মধ্যে এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে তিনটি দলের নাম-বাংলাদেশ ‘এ’ দল, পাকিস্তান শাহীন্স ও নেপাল জাতীয় দল। বিগ ব্যাশ লিগের কয়েকটি দলও অংশ নেবে বলে জানিয়েছে আয়োজক সংস্থা নর্দার্ন টেরিটরি ক্রিকেট।
আয়োজকরা জানিয়েছেন, উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশেষ আয়োজন হিসেবে। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া পাকিস্তান শাহীন্স।
বাংলাদেশ ‘এ’ দল এর আগে ২০২৪ সালের আসরে ফাইনালে পৌঁছেও অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে গিয়েছিল। এবার সেই আক্ষেপ দূর করতেই ফের মাঠে নামবে টাইগাররা।
গতবারের স্কোয়াডে ছিল একাধিক উদীয়মান ক্রিকেটার, যাদের মধ্যে রিপন মণ্ডল, রকিবুল হাসান ও পরভেজ হোসেন ইমন ছিলেন বিশেষ নজরে। ইমন সদ্য শেষ হওয়া সিরিজে মাত্র ৫৩ বলে সেঞ্চুরি করে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন।
বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে তরুণদের অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য এটি দারুণ একটি মঞ্চ। ডারউইনে আমরা ফিরতে পেরে খুশি। এই সিরিজে আমাদের তরুণদের পারফরম্যান্স ভবিষ্যতের জন্য বড় রসদ হয়ে থাকবে।’
Discussion about this post