বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিন দুয়েক পরই। এরই মধ্যে সিরিজের টিকিট মূল্য প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২৮ মে, ৩০ মে ও ১ জুন-এই তিন দিনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। পাকিস্তান সময় সন্ধ্যা ৮টায় শুরু হবে প্রতিটি ম্যাচ। মানে বাঙলাদেশ সময় রাত ৯টায় শুরু লড়াই।
প্রথমে সিরিজটি পাঁচ ম্যাচের হওয়ার কথা থাকলেও ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনার কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হতে বিলম্ব হয়, যার প্রভাব পড়ে সিরিজের সূচিতে। ফলে পাঁচের জায়গায় সিরিজটি নেমে এসেছে তিন ম্যাচে।
টিকিট পাওয়া যাবে ২৫ মে থেকে শুধুমাত্র টি.সি.এস এক্সপ্রেস সেন্টারে। প্রথম ধাপে টিকিট বিক্রি হবে লাহোরের ডেভিস রোড ও গুলবার্গ শাখা থেকে। দর্শকদের মাঠমুখী করতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সাধ্যের মধ্যে, যা বিভিন্ন শ্রেণির এনক্লোজার অনুযায়ী ভাগ করা হয়েছে-
সাধারণ এনক্লোজার: ২০০ রুপি (হানিফ মোহাম্মদ, ইমতিয়াজ আহমেদ, ইনজামাম-উল-হক ও সাঈদ আহমেদ)
প্রথম শ্রেণির এনক্লোজার: ৩০০ রুপি (আবদুল হাফিজ কারদার, আবদুল কাদির, জাভেদ মিয়াদাদ ও সরফরাজ নবী)
প্রিমিয়াম এনক্লোজার: ৪০০ রুপি (রাজাস ও সাঈদ আনোয়ার)
ভিআইপি এনক্লোজার: ৫০০ রুপি (ফজল মাহমুদ ও ইমরান খান)
ভিভিআইপি এনক্লোজার: ২০০০ রুপি (জিন্নাহ এন্ড ও ইকবাল এন্ড)
Discussion about this post