আগস্টে ঢাকায় ভারতের আসার কথা থাকলেও দুই দেশের বোর্ডের সিদ্ধান্তে সিরিজটি এক বছরের জন্য স্থগিত হয়ে যায়। ফলে ফাঁকা সূচিতে প্রস্তুতির বিকল্প খুঁজে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানানো হয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে।
ডাচরা ২৬ আগস্ট ঢাকায় পা রাখবে। এরপর ৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এই সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেই দেখছে বিসিবি। এজন্য প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটাররা ৬ আগস্ট মিরপুরে শুরু হওয়া ফিটনেস ক্যাম্পে যোগ দেবেন। ১০ আগস্টের মধ্যে জাতীয় দলের বিদেশি কোচিং স্টাফদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর ১৫ আগস্ট শুরু হবে স্কিল ট্রেনিং। ২০ আগস্ট পুরো দল চলে যাবে সিলেটে।
সিরিজ শেষে ৬ বা ৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। ১১ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান।
Discussion about this post