ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টুয়েন্টি খেলেছেন বাংলাদেশের হয়ে। ছিলেন ওয়ানডে দলেও। এবার ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্ট দলেও জায়গা পেয়ে গেলেন শরিফুল ইসলাম। শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দল থেকে চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও নাম এই বাঁহাতি পেস বোলারের। তরুণ এই বোলারকে নিয়েই মঙ্গলবার ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের বাংলাদেশ দল।
তবে দলে নেই প্রাথমিক দলে ফেরা অলরাউন্ডার শুভাগত হোম নেই। অথচ তাকে নিয়ে ছিল কতো আলোচনা। বলা হচ্ছিল তিনি হবেন সিরিজে সাকিব আল হাসানের বিকল্প। কিন্তু প্রথম টেস্টের দলে নেই এই অলরাউন্ডার।
২১ জনের প্রাথমিক দল থেকে শুভাগত ছাড়াও বাদ পড়লেন নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরে মাঠে সিরিজে ভালো বোলিং করতে পারেননি নাঈম হাসান। জাতীয় লিগেও চেনা যায়নি তাকে। বাদ পড়েছেন তিনিও।
তবে চমকের নাম গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য শরিফুল। নিউজিল্যান্ড সফরে টি-টুয়েন্টি দিয়ে আন্তর্জাতিক পথচলা শুরু। ১৯ বছর বয়সী পেসার প্রথমবার আছেন টেস্ট দলে।
দুই দলের দুটি টেস্ট ম্যাচ হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২১ এপ্রিল কান্ডির পাল্লেকেলেতে শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
প্রথম টেস্টের বাংলাদেশের দল-
মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, শরিফুল ইসলাম।
Discussion about this post