বিশ্বের যেকোনো প্রান্তে বাংলাদেশের টি-টোয়েন্টি দল এখন শক্ত প্রতিপক্ষ-এমনটাই মনে করেন পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলী আঘা। যদিও সাম্প্রতিক পরিসংখ্যানে পাকিস্তানের অবস্থান তুলনামূলকভাবে মজবুত, তবুও মিরপুরের কন্ডিশন ও টাইগারদের ঘরের মাঠের পারফরম্যান্সকে মাথায় রেখে সাবধানী কৌশলেই এগোতে চায় সফরকারীরা।
রোববার থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে সংবাদ সম্মেলনে সালমান বলেন, ‘বাংলাদেশ ঘরের মাঠে বরাবরই বিপজ্জনক। তবে শুধু ঘরের মাঠ নয়, যেকোনো জায়গায় ওরা ভালো দল। আমরা জানি, কী কী চ্যালেঞ্জ আসতে পারে। আমরা পুরোপুরি প্রস্তুত।’
পাকিস্তান গত ৯ বছর ধরে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত থাকলেও, অধিনায়ক এসব পরিসংখ্যানের চেয়ে বাস্তবতা নিয়েই ভাবতে চান, ‘আমরা অতীত নিয়ে ভাবছি না। লক্ষ্য এখন প্রতি ম্যাচে ভালো খেলা, প্রতি বল ধরে ধরে এগোনো।’
বাংলাদেশের ক্রিকেটের ‘হোম গ্রাউন্ড’ হিসেবে পরিচিত মিরপুরের উইকেট সাধারণত ধীরগতির এবং স্পিন সহায়ক। ব্যাটসম্যানদের জন্য এটি হতে পারে বড় চ্যালেঞ্জ। বিষয়টি মাথায় রেখেই করাচিতে অনুশীলন ক্যাম্পে ম্যাচ-সিনারিও অনুশীলন করেছে পাকিস্তান দল।
সালমান বলেন, ‘আমরা করাচিতে প্রস্তুতিমূলক ক্যাম্প করেছি। চেষ্টা করেছি এখানকার কন্ডিশনের মতো পরিবেশে প্রস্তুতি নিতে। ব্যাট হাতে বড় স্কোর, আর বল হাতে দ্রুত উইকেট তুলে নেওয়াই লক্ষ্য।’
কন্ডিশনের প্রতি সম্মান দেখিয়ে তিনি আরও বলেন, ‘বিশ্বের যেখানেই খেলুন না কেন, কন্ডিশন একটা বড় বিষয়। তাই কন্ডিশন যেমন, তার সঙ্গে মানিয়ে নেওয়াই এখন মূল কাজ।’
সিরিজের প্রতিটি ম্যাচই হবে মিরপুরে। সেখানে বাংলাদেশের স্পিন নির্ভর আক্রমণ এবং উইকেটের ধীর গতি-দুই মিলে পাকিস্তানের ব্যাটিং পরীক্ষা দিতে প্রস্তুত। আর বাংলাদেশ চাইবে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে দীর্ঘদিনের হার না জেতার ধারা ভাঙতে।
Discussion about this post