এই মাসেই দ্বিতীয় দফা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের কমিটির মেয়াদ শেষ হচ্ছে। তাইতো এখন ক্রিকেটাঙ্গনে নির্বাচনের আমেজ। বিসিবির পরিচালনা পরিষদ নির্বাচন ২০২১-এর তফসিল ঘোষণা করা হয়েছে।
সব কিছুই চূড়ান্ত। তফসিল ঘোষণা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বুধবারই প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। সেই তালিকার ওপর আপত্তি ও শুনানি থাকলে বৃহস্পতিবার বিকেলে প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা। আসছে ৬ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির বোর্ড রুমে হবে নির্বাচন। চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ৭ অক্টোবর। তবে আগের দিনই জানা যাবে প্রাথমিক ফল।
বিসিবি সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র বিতরণ হবে শুক্র ও শনিবার। মনোনয়নপত্র দাখিলের দিন সোমবার। পরের দিন বাছাই শেষে তালিকা প্রকাশ করা হবে।
৩০ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ সেদিনই। তারপরই নির্বাচন। ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এবার করোনা পরিস্থিতিতে এবার পোস্টাল, ই-ভোটের ব্যবস্থাও রাখা হচ্ছে।
নির্বাচনে ভোটার ১৭১ জন। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বরিশাল শিক্ষা বোর্ড ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব থেকে কোনো কাউন্সিলরের নাম দেওয়া হয়নি। তাদের ভোটে ঠিক হবে আগামী চার বছরের জন্য কমিটি। যদিও চমক কিছু থাকবে বলে ইঙ্গিত নেই। ফের নাজমুল হাসানের নেতৃত্বাধীন কমিটিই আসতে পারে বোর্ডে। কারণ বিরোধী পক্ষ দেখা যাচ্ছে না দৃশ্যপটে।
Discussion about this post