ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আপাতত ছুটিতেি্ আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ভারত সফরের দল ঘোষণার আগে অবশ্য জাতিয় লিগ নিয়েও আছে ব্যস্ততা। তার আগে দিন কয়েকের ফুসরত। এ অবস্থায় বিশ্রামে নেই বাংলাদেশে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। বুধবারই তিনি পৌঁছেছেন শ্রীলঙ্কায়। উদ্দেশ্যে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদের খেলা দেখা। সবার সম্পর্কে একটি ভালো ধারণা নিতেই নতুন মিশনে উড়ে গেলেন তিনি।
রাসেল ডমিঙ্গোর সঙ্গে শ্রীলঙ্কা গেলেন বোলিং কোচ চার্লস ল্যাঙ্গেভেল্টও। দু’জন দেখবেন শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। ঢাকা ছাড়ার আগে টাইগারদের হেড কোচ রাসেল জানালেন, ‘যত বেশি সম্ভব ক্রিকেটারকে আমি দেখতে চাই কাছ থেকে। শ্রীলঙ্কায় এই সফরে যাওয়ার ব্যাপারে বেশ আগেই তাই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের ক্রিকেটীয় সম্পদের গভীরতা আরও ভালোভাবে বুঝতে চাই আমি। ওখানে ম্যাচ আছে, অনুশীলনে কাছ থেকে দেখতে পারব। সব মিলিয়ে সবার সম্পর্কে একটি ভালো ধারণা পাব আশা করছি।’
শ্রীলঙ্কার বিপক্ষে চার দিনের ম্যাচের ‘এ’ দলের সিরিজে আছেন- মুমিনুল হক, সাদমান ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, এনামুল হক, আবু জায়েদ আর নাজমুল হোসেন শান্ত। তাদের দিকেই চোখ থাকবে ডসিঙ্গোর। কোচ বলেন, ‘টেস্ট দলের যারা আছে, ওদের ভারত সফরের জন্য ভালো প্রস্তুতি হবে আশা করি। এছাড়াও নতুন-পুরোনো অনেক ক্রিকেটার আছে। কোনো একজন-দুজন নয়, আমি খোলা মনে সবার খেলাই দেখতে যাচ্ছি। শুধু ভারত সফরের জন্য নয়, ভবিষ্যতের দিকে তাকিয়ে সবার সম্পর্কে ধারণা নিতে চাই।’
টাইগারদের পরের মিশন ভারত সফর। নভেম্বরে প্রতিবেশী দেশের সঙ্গে দুটি টেস্ট আর তিনটি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ।
Discussion about this post