এই সিরিজ অবশ্য নেই আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান কিংবা এফটিপিতে। তারপরও সুযোগটা কাজা লাগাচ্ছে দুই বোর্ড। মে-জুনে বাংলাদেশের হাতে অবসর। তখনই আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে টাইগাররা। সিরিজটি অবশ্য হবে নেরপেক্ষ দেশ ভারতে। জুনের প্রথম সপ্তাহে দেরাদুনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হতে পারে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এই খবরটি জানিয়েছেন।
১৪ জুন আফগানদের ক্রিকেট ইতিহাসে ঐতিহাসিক দিন। সেদিন টেস্ট ক্রিকেটে আনুষ্ঠানিকভাবে পা পড়বে আফগানিস্তানের। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম খেলবে আফগানরা।সেই টেস্টের আগেই বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগ্রহী আফগানরা।
বুধবার বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজন বলেন, ‘এই সিরিজ নিয়ে আফগান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা চলছে। পুরো বিষয়টি চুড়ান্ত পর্যায়ে পৌছেছে। এই সিরিজে তিন ম্যাচের ওয়ানডে হবে। চলতি বছর ওয়েষ্ট ইন্ডিজ সফরের আগে বাংলাদেশও তিনম্যাচের এই ওয়ানডে সিরিজ খেলতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।’
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সবমিলিয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছে। জিতেছে ৩টিতে। হেরেছে ২টি ম্যাচে। ২০১২ সালে দেশের মাটিতে অনুষ্ঠিত এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গে খেলা প্রথম ওয়ানডে ম্যাচেই হারে বাংলাদেশ।
Discussion about this post