মধ্যপ্রাচ্যের শহর শারজায় এবার ক্রিকেট উৎসব। যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। যুদ্ধবিধস্ত দেশটির হোম ভেন্যু এখন দুবাই কিংবা শারজাহ। এ কারণেই বাংলাদেশ দল এখন মধ্যপ্রাচ্যের শহরটিতে। এখানেই বুধবার মুখোমুখি হবে দুই দেশ।
১৩ জন ক্রিকেটারকে আজ সোমবার দখো গেল শারজার মাঠে ফুটবল নিয়ে অনুশীলন করতে। কিন্তু ঢাকায় বসে অপেক্ষার প্রহর করতে হচ্ছে বাকি দুজন- নাহিদ রানা ও নাসুম আহমেদকে। সোমবার সন্ধ্যা অব্দি খবর-সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার ভিসা হয়নি তাদের!
এবার মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির লক্ষ্য সামনে রেখে আয়োজিত হচ্ছে এই সিরিজ। এরপরই ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি ওয়ানডে আছে বাংলাদেশ দলের। আসছে বছর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ৬টি ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা।
এমনিতে সম্প্রতি খারাপ সময় যাচ্ছে বাংলাদেশ দলের। ঠিক তখনই সামনে আফগানরা। সিরিজের প্রতিটি ম্যাচই হবে দিবা-রাত্রির!
তারিখ ম্যাচ বাংলাদেশ সময়
৬ নভেম্বর প্রথম ওয়ানডে বিকেল ৪টা
৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডে বিকেল ৪টা
১১ নভেম্বর তৃতীয় ওয়ানডে বিকেল ৪টা
Discussion about this post