১১ বছরের প্রতীক্ষা শেষে এবার ঢাকার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে মুখোমুখি হতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। ২৭ আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু সিরিজের প্রথম টেস্ট। এরপর ইদ শেষে ৪ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
নিয়ম অনুযায়ী দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। টেস্টের প্রতিদিনের খেলা বিটিভি সম্প্রচার করবে। এই ম্যাচটি সরাসরি দেখা যাবে ভারতে ও যুক্তরাজ্যে।বিটিভি ছাড়া খেলা দেখাবে গাজী টিভি। সম্প্রচার করবে ভারতীয় স্পোর্টস চ্যানেল স্টার স্পোর্টস ওয়ান, টু, স্টার স্পোর্টস এইচডি ওয়ান, টু , স্টার স্পোর্টস থ্রি এবং স্টার স্পোর্টস এইচডি থ্রি।
যুক্তরাজ্যে টেস্ট ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে স্কাই স্পোর্টস, আইটিভি ওয়ান এবং আইটিভি ফোর। ইএসপিএন থ্রি এবং উইলো টিভিও খেলা দেখাবে।
২০০৬ সালের পর আবারো দেশের মাঠে অজিদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এরইমধ্যে মুশফিকুর রহীমকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে ১৪ সদস্যের দল। যেখানে নেই মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক। তবে আছেন নাসির হোসেন।
Discussion about this post